শীত ছাড়াও ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলির দারুণ কিছু হ্যাকস

ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলির দারুণ কিছু হ্যাকস


শীতের সময় এসেছে। তো এই সময় হাতের কাছে আর কিছু থাকুক বা না থাকুক ভ্যাসলিন,  পেট্রোলিয়াম জেলি সবার ঘরেই থাকে যা আমাদের কম বেশি খুব কাজে লাগে। কিন্তু আমরা অনেকেই জানিনা এই জিনিসটাকে কীভাবে অনেকরকম ভাবে কাজে লাগানো যায় । তো আসুন দেখে নিই ভ্যাসলিনকে আর কীভাবে কাজে লাগানো যায়? অসাধারণ কিছু হ্যাকস সম্পর্কে জানুন।


নিচে কিছু গুরুত্বপূর্ণ হ্যাকস দেওয়া হলো :

১) শীতকালের এই শুষ্ক সময়ে অনেকের পায়ের গোড়ালি ফেটে রক্ত পড়ে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, হাঁটতে অসুবিধা হয় ব্যথা লাগে।

তাই কুসুম গরম পানিতে কিছুক্ষন পা ভিজিয়ে রাখুন, সাথে ঝামাপাথর বা ফুট স্ক্রাবার দিয়ে পা ভালোমতো স্ক্রাব / ঘষামাজা করুন, এরপর শুকনো তোয়াল দিয়ে পা মুছে ভ্যাসলিন এর প্রলেপ লাগান, তারপর মোজা পড়ে রাতে ঘুমাবেন, পরেরদিন সকালবেলা দেখবেন পা ফাটা একবারে কমে গেছে এবং পা মসৃণ হয়েছে।

২) শুষ্ক আবহাওয়া অথবা শীতের সময় ঠোঁট একবারে শুষ্ক হয়ে আসে দেখতেও খারাপ লাগে । খানিকটা ভ্যাসলিনের সাথে অল্প চিনি আর মধু মিশিয়ে ঠোঁটে আলতো করে ঘষুন। আর পানি দিয়ে ধুয়ে ফেলুন, সপ্তাহে দুই থেকে তিনবার এই লিপ স্ক্রাবটা করে দেখুন তাহলেই ফলাফল বুঝবেন ।

৩) ফাউন্ডেশন শেষ ?  ইমারজেন্সি কোথাও যেতে হবে? তাহলে চিন্তার কারন নেই। খানিকটা ফেস পাউডারের সাথে ভ্যাসলিন মিক্সড করুন, ব্যস হয়ে গেল ফাউন্ডেশন। স্পেশালি যাদের স্কিন খুব ড্রাই তাদের জন্য এই ফাইন্ডেশন খুব ভালো হবে।

পড়ুন- সারাদিনেরত স্কিন কেয়ার

৪) যদি আপনার কাছে আপনার পছন্দের শেডের লিপস্টিক না থাকে । কিংবা জুয়েলারি ও ড্রেসের সাথে ম্যাচিং করে এমন লিপস্টিক লাগবেই লাগবে তখন মাত্র ২ টি জিনিসই আপনার লাগবে তা হলো আইশ্যাডো প্যালেট আর ভ্যাসলিন। 

অনেক সময় আইশ্যাডো প্যালেটে সুন্দর সুন্দর কালার এবং শেড পাওয়া যায়। তা থেকে কিছু শ্যাডো আর ভ্যাসলিন মিক্সিং করুন আর বানিয়ে ফেলুন আপনার পছন্দের লিপস্টিক।

৫) ভ্যাসলিন দিয়ে বানিয়ে ফেলতে পারবেন আপনার লিপবাম। কীভাবে? 

কিছুটা ভ্যাসলিন মাইক্রোয়েভে গলিয়ে নিন, অথবা গরম পানির উপর ছোট একটা পাত্র রেখে তাতে গলিয়ে নিন। তারপর আপনার পছন্দের লিপস্টিকের  ছোট টুকরা নিন আর যদি সাধারণ এসেনশিয়াল বা  ভালো মানের তেল হাতের কাছে থাকে তো তাহলে মিশিয়ে নিন। তবে তেল না থাকেলেও সমস্যা নেই । সব মিশিয়ে নিবেন আর আপনার পছন্দের কৌটোতে রেখে নিন। তাহলেই হয়ে গেলো আপনার লিপবাম!

৬) আপনি যদি চান আপনার গায়ে যেনো পারফিউম লং লাস্টিং থাকে তাহলে আপনার শরীরের যে যে অংশে পারফিউম লাগান সে জায়গায় আগে ভ্যাসলিন লাগান তারপর পারফিউম স্প্রে করুন,  দেখবেন পারফিউমের ঘ্রাণ সারাদিন থাকবে শরীরে।

৭) অনেক সময় হাতে চুড়ি পরতে অনেক সমস্যা হয় আর ব্যথা লাগে হাতে, তাই চুড়ি পরার আগে হাতে ভ্যাসলিন লাগিয়ে নিবেন, দেখবেন চুড়ি সহজেই আপনার হাতে চলে এসেছে।

৮) কারো কারো হাতের আঙুলে আংটি টাইট হওয়ার কারণে আটকে যায় বের হতে চায় না,অনেক কষ্ট হয় বের হতে তাই এমন সিচুয়েশন আসলে তখন আঙুলে হালকা ভ্যাসলিন লাগিয়ে নিবেন, তাহলে আংটি বের করতে সহজ হবে।

৯) চুলে কালার বা ডাই করার সময় আপনার মুখে ভ্যাসলিন লাগিয়ে নিন এতে করে আপনার মুখে কালারের দাগ পড়বে না।

১০) ঘন আইভ্রু আর চোখের পাপড়ি কার না ভালো লাগে? আমাদের অনেকেরই চোখের পাপড়ি আর আইভ্রু পাতলা,  তাই সেক্ষেত্রে নিজেকে আরো আকর্ষনীয় করে তুলতে আইভ্রু আর চোখের পাপড়িতে ভ্যাসলিন লাগিয়ে রাতে শুয়ে পরুন। এটি আপনার আইভ্রু আর চোখের পাপড়িকে আরো ঘন করবে সাথে একটা সুন্দর লুক ক্রিয়েট করবে। 

পড়ুন- চোখের ডার্ক সার্কেল দূর করার পদ্ধতি

১১) লেদার ব্যাগকে চকচকে করার ক্ষেত্রে ভ্যাসলিন অনেক ভালো কাজ করে। টিস্যুতে হালকা ভ্যাসলিন লাগিয়ে নিন আর ব্যাগে মুছে দেখুন। আপনার লেদার ব্যাগ অনেক চকমক করছে।

১২) শুধু আপনার লেদার ব্যাগে না, আপনার জুতো জোড়ায় ভ্যাসলিন টিস্যুর সাহায্যে লাগিয়ে দেখুন আপনার জুতো আগের মতো নতুন লাগবে আর ফাটল ও ধরবে না।

সবশেষে বলবো, ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলির এই হ্যাকস গুলো জেনে তা প্রয়োগ করলে আপনাদের সবার কাজে আসবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url