কীভাবে হেঁচকি থামানো যায়?

কীভাবে হেঁচকি থামানো যায়?


কমবেশি সবাই হেঁচকি ওঠার সমস্যায় ভোগেন। জীবনে একবার না একবার হলেও মানুষ এই সমস্যার সম্মুখীন হয়। তবে এটা কোন গুরুতর সমস্যা না কিন্তু মাত্রাধিক হলে সমস্যা। কীভাবে এবং কেন হেঁচকি হয় তার সম্পর্কে অনেকের ধারনা নেই। বিশেষজ্ঞদের মতে অনেক রকম ভাবে হেঁচকি উঠতে পারে। 

অনেকের সাময়িক সময়ের জন্য হেঁচকি উঠে আবার অনেকের একনাগাড়ে হেঁচকি উঠতেই থাকে যা বেশ বিরক্তিকর আর অস্বস্তিকর । কিন্তু এইসব কেন হয়, কী কারণে হয় এবং কীভাবে হেঁচকি থামানো বা বন্ধ করা যায় তা জানা জরুরি সকলের। তাই আজকের আর্টিকেল টা আপনাদের জন্যই।


হেঁচকি কেন উঠে?


ফুসফুসের নিচের অংশে পাতলা মাংসপেশির স্তর থাকে যাকে ডায়াফ্রাম বলে। সেটির হঠাৎ অনিচ্ছাকৃতভাবে সংকোচনের কারণে  হেঁচকি উঠে।  ডায়াফ্রাম এমন এক ধরনের পেশী, যা আপনার বুককে আপনার পেট থেকে আলাদা করে এবং শ্বাস-প্রশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই অনিচ্ছাকৃত সংকোচনের কারণে আপনার কণ্ঠনালীগুলি বা ভোকাল কর্ড খুব সংক্ষিপ্তভাবে বন্ধ হয়ে যায় যাকে সামান্য খিচুনি বলা যায়।  ফলে তখন শ্বাসতন্ত্রে খুব দ্রুত বাতাস প্রবেশ করে যার কারণে সেই সময় কন্ঠনালী হতে ' হিক্ক' শব্দ হয়। 


 কী কারণে হেঁচকি হয়?

বিশেষজ্ঞদের মতে হেঁচকি হওয়ার প্রায়শই কোনো সুস্পষ্ট কারণ নেই, তবে কিছু কারণ লক্ষ্য  করা যায়, যেগুলোকে ধরা হয় হেচঁকির সুস্পষ্ট কারণ হিসেবে। 

যেমন:


১) অতিরিক্ত আবেগ প্রবণ হওয়া ( উত্তেজনা, অত্যধিক ভয় পাওয়া, জোরে জোরে হাসা, কান্না করা ) ।
২) বিরতিহীন ভাবে দ্রুত একসাথে অনেকগুলো খাবার খাওয়া। 
৩) অত্যধিক মসলাজাতীয় খাবার খাওয়া। 
৪) শর্করা জাতীয় পানীয়।
৫) মদ্যপান। 
৬) বিভিন্ন অসুখ বিসুখের কারণেও হেচঁকি উঠতে পারে, যেমন: ( স্ট্রোক, কিডনির রোগ, মেমিনজাইটিস) ইত্যাদি কিছু রোগ ।
৭) মনোযোগ দিয়ে খাবার না খাওয়া।
৮) আবহাওয়া পরিবর্তনের কারণে।


কীভাবে হেচঁকি থামানো যায়?


হেচঁকি উঠার সময় যা যা করবেন 

১) আপনার হাঁটু আপনার বুক পর্যন্ত টানুন এবং সামনে ঝুঁকে বসে থাকুন কিছুক্ষণ।
২) বরফ যুক্ত ঠান্ডা পানি পান করুন ।
৩) এক ফোটা ভিনেগার বা এক টুকরা লেবু মুখে নিন।
৪) এক চামচ চিনি খান।
৫) অল্প সময়ের জন্য নাক মুখ বন্ধ করে আপনার শ্বাস ধরে রাখুন।
৬) কিছুক্ষন উপুড় হয়ে শুয়ে থাকুন।


হেঁচকি ওঠার সময় যা যা করবেন না 

১) অ্যালকোহলযুক্ত বা যেকোনো মদ্যপান করবেন না। 
২) গরম পানীয় পান করবেন না।
৩) ধূমপান করবেন না। 
৪) মশলাদার খাবার খাবেন না।
৫) খুব তাড়াতাড়ি খাবার খাবেন না। 
৬) গরম কিছু খাবার খাওয়ার সাথে সাথে খুব ঠান্ডা কিছু খাবেন না বা পান করবেন না।

উপরোক্ত উপায়গুলো বলে দেওয়া হলো এখন থেকে হেঁচকি উঠলে বিচলিত হবেন না। হেঁচকি উঠলে  এই টিপস গুলো মেনে চলবেন তাহলে আর সমস্যা হবে না, সহজেই হেঁচকি থামানো যাবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url